• লিড নিউজ
  • জাতীয়

রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা গেছে, এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এনসিপি নেতাদের নিয়ে পিছু হটে।

এ রিপোর্টটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

এর আগে, এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা করে সংগঠনের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, এনসিপির পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। 

 

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গ...

image

এবার গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার সঙ্গে স...

image

বৃষ্টি নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি বর্ত...

image

নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপ...

নিউজ ডেস্কঃ জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক...

image

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার পর এবার ইউএনওর গাড়ি বহরে...

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ ...

  • company_logo