ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের জ্বালানি—জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১৪ জুলাই) সংস্থাটির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৯৮ টাকা ২ পয়সা। বর্তমানে এ রুটে প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হচ্ছে ৯৩ টাকা ৫৭ পয়সায়। অন্যদিকে, আন্তর্জাতিক রুটে জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ সেন্ট, যা আগে ছিল ৬০ সেন্ট।
ঘোষণা অনুযায়ী, নতুন এই জ্বালানির মূল্য সোমবার দিবাগত রাত থেকে কার্যকর হয়েছে।
এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া কিছুটা বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে, চলতি বছরের ১৩ মে সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মূল্য ঊর্ধ্বমুখী থাকার পর ওই সময় দাম কমিয়েছিল সরকার। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১১১ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট।
বিমান পরিচালন ব্যয়ের একটি বড় অংশ—প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ—নির্ভর করে জ্বালানির খরচের ওপর। ফলে, জ্বালানির দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে টিকিটের ভাড়ায়।
বাংলাদেশে দেশি ও বিদেশি উড়োজাহাজ সংস্থাগুলোকে জেট ফুয়েল সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি।
নিউজ ডেস্ক : দেশবরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাঙা...
নিউজ ডেস্ক : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশ...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন নির্বাচন ...
নিউজ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগ...

মন্তব্য (০)