• সমগ্র বাংলা

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড: জলাবদ্ধতায় শহরবাসীর দুর্ভোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর যা এই মৌসুমে সর্বোচ্চ। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। 

সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড় ও গোয়ালগাড়ীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে রয়েছে। বড়গোলা এলাকার বাসিন্দা কাজল হোসেন ও আনোয়ার জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় গলিতে পানি ঢুকে অনেক বাড়িঘরের ভেতরেও ঢুকে পড়েছে।

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেকেই রিকশা না পেয়ে হাঁটতে বাধ্য হন। মানিক রহমান নামে এক অভিভাবক বলেন, "বৃষ্টি হলেই রিকশা পাওয়া যায় না। আবার যেটুকু পাওয়া যায়, সেটার ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে।"

আবহাওয়া অধিদপ্তর বগুড়ার উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কবীর জানান, নিম্নচাপের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি হতে পারে এবং আগামী দুই দিনও এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদ্রাসা এলাকায় বজ্রপাতে মো. আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ। 

মন্তব্য (০)





image

চাটমোহরে কৃষিবিদ হাসান জাফির তুহিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ...

image

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক জিয়াকে কটুক্তির প্রতিবা...

গোপালপুর প্রতিনিধি: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও জাতীয়তাবাদী দল বিএনপি ভ...

image

রমজানের আগে নির্বাচন দিতে হবে: কুড়িগ্রামে রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল ...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের ২৬ তম মৃত্যুবার্ষিকী

পাবনা প্রতিনিধিঃ প্রবীণ সাংবাদিক, ভাষা সৈনিক ও চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠা...

image

বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের সার্বিক আইন-শৃংখলা রক্...

পাবনা প্রতিনিধিঃ বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের সার্বিক আইন-শৃংখলা র...

  • company_logo