
ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিং এলাকায় আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে একটি ধানবোঝাই মালবাহী ট্রাক বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
জানা গেছে, ভোর থেকে টানা বৃষ্টির কারণে কালিয়াকৈর-ধামরাই সড়কে সৃষ্টি হওয়া খানাখন্দে সকাল ৮টার দিকে ট্রাকটি আটকে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে রেলক্রসিং এলাকায় রেল চলাচলে বিঘ্ন ঘটে।
ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য চালকসহ স্থানীয় লোকজন চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করে।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন মির্জাপুরসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, পরে সাড়ে ১১টার দিকে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং রেল চলাচল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
টানা বর্ষণে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার অবস্থা যে কতটা নাজুক হয়ে পড়েছে, আজকের এই ঘটনার মাধ্যমে সেটাই আরও একবার স্পষ্ট হয়ে উঠলো।
গোপালপুর প্রতিনিধি: ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়...
দিনাজপুর প্রতিনিধিঃ শোক র্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দি...
নীলফামারী প্রতিনিধিঃ গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যাস্ত, গুপ্ত সংগ...
গাজীপুর প্রতিনিধিঃ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্র...
পাবনা প্রতিনিধিঃ ইসলাম ধর্মকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্...
মন্তব্য (০)