• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানো, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানান। এ সময় তারা আরও বলেন-বিএনপি একটি সুশৃঙ্খল দল। একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায় তারা এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন এবং শরীফ আহম্মেদ জায়েনুল আবেদিন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

গোপালপুর প্রতিনিধি: ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়...

image

দিনাজপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের  ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী...

দিনাজপুর প্রতিনিধিঃ শোক র‍্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দি...

image

নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধিঃ  গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যাস্ত, গুপ্ত সংগ...

image

কালীগঞ্জে জনসংখ্যা দিবসে তারুণ্যের ক্ষমতায়নে আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধিঃ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্র...

image

কালিয়াকৈরে ট্রাকে বিপত্তি, বন্ধ ছিল ট্রেন চলাচল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিং...

  • company_logo