• বিনোদন

শীঘ্রই চ্যানেল আই-তে আসছে রানা বর্তমানে পরিচালনায় টেলিফিল্ম “আমারও গল্প আছে”

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ মানুষের জীবন বড়ই বিচিত্র, আনন্দের চেয়ে যন্ত্রণাই যেন বেশি। কখনও সমাজের চোখে আমরা অপরাধী, কখনও নিজেদের ঘনিষ্ঠজনের চোখেই হয়ে উঠি নায়ক। কখনো কখনো হতে হয় অপমান,লাঞ্ছিত- খপ্পরে পড়তে হয় মবের কষাঘাতে। মব জাস্টিস সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়ে। এমনই এক মানবিক ও বর্তমান সময়ের বাস্তব জীবনগাঁথা নিয়ে তৈরি হয়েছে নতুন টেলিফিল্ম “আমারও গল্প আছে”।

এই টেলিফিল্মে একজন বাবার আত্মমর্যাদা, সমাজের অবিচার, মব জাস্টিস ও বাস্তবতার মুখোমুখি একজন নিরীহ মানুষের গল্পকে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে। সমাজের কিছু মানুষ যাকে "চোর" বলে গালি দেয়, তার মেয়ের চোখে সে একমাত্র সুপারম্যান এই দ্বৈত বাস্তবতা নিয়েই টেলিফিল্মটির মূল আবেগ।  

রচনা ও পরিচালনায় আছেন সময়ের বাস্তবধর্মী জীবনভিত্তিক আলোচিত নির্মাতা রানা বর্তমান। প্রযোজনা করছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। প্রচারিত হবে চ্যানেল আই টেলিভিশন এবং চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্মে।  
দক্ষ ও মেধাবী তথা দারুণ সব শিল্পীদের অভিনয়ে টেলিফিল্মটি পেয়েছে প্রাণ। অভিনয়ে রয়েছেন দক্ষ অভিনেতা আজিজুল হাকিম, সুষমা সরকার, এমিলি, গোলাম রাব্বানী মিন্টু, আব্দুল আজিম, তুহিন চৌধুরী, সাহিদুল সোহেল, রিমন সাহা, জামাল পাটোয়ারী, উকিল সহ আরও অনেকে।  

চিত্রগ্রাহক  আমির হামজা, সহকারী পরিচালক*: সাহিদুল ইসলাম সোহেল, সজীব, অঙ্গসজ্জায় আব্দুর রহিম। সম্পাদনা ও রং বিন্যাসে আরডি হৃদয় সহ গ্রাফিক্স ডিজাইন, মিউজিক ডিরেকশন, ড্রোন অপারেশন সহ অন্যান্য বিভাগে কাজ করেছেন একদল দক্ষ ও নিবেদিত টিম।
পরিচালক রানা বর্তমান বলেন, আমরা কেবল গল্প বলিনি, আমরা একজন বাবার কান্না, সমাজের চোখে তার অপমান, এবং তার সন্তানের নির্ভরতা সহ মব জাস্টিস একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার ভাবে তুলে ধরেছি। এই গল্প হাজারো দর্শকের হৃদয়ে বাজবে-এই আমার বিশ্বাস।
টেলিফিল্ম “আমারও গল্প আছে” খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে। এটি হবে এক আবেগঘন সামাজিক প্রতিচ্ছবি, যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে। হৃদয়কে স্পর্শ করবে চোখ থেকে পানি ঝরাবে। বারবার প্রশ্ন জাগবে "চুরি করেছে, না কি চুরি করতে বাধ্য করা হয়েছে?"

মন্তব্য (০)





image

জমেছে সাগর ও জ্যাকলিন জুটির রসায়ন

বিনোদন ডেস্কঃ আসিফ হাসান সাগর মিডিয়া পাড়ায় যিনি লায়ন নামে পরিচিত। এতদিন ...

image

বিয়ে ছাড়াই মা হতে চান জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান

বিনোদন ডেস্কঃ দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি এক খো...

image

বোরকা পরে অপু বিশ্বাসের আত্মসমর্পণ, মুচলেকায় মিলল জামিন

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হ...

image

আত্মসমর্পণ করলেন নায়িকা অপু বিশ্বাস

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নাম...

image

ডেট করার আগ্রহ প্রকাশ করায় বিপাকে রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্কঃ রাশমিকা মান্দানা এবং রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল&r...

  • company_logo