• লিড নিউজ
  • রাজনীতি

শুধু হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  জুলাই গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে, এমনকি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি জনগণের স্বর্থেই নির্বাচন চায়। যারা নির্বাচন পেছাতে চায় তাদের আরো ভেবে দেখার আহ্বান জানান তিনি।

আজ বুধবার (৯ জুলাই) সকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে দেখতে আগারগাও নিউরোসাইন্স হাসপাতালে যান মির্জা ফখরুল। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। ফেব্রুয়ানিতে যারা নির্বাচন চায় না, তাদের আরো ভেবে দেখা উচিত।

তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, তাই বিএনপিও চায়। আর গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করে আসছে।

পরে জনপ্রিয় সংগীত শিল্পী অসুস্থ ফরিদা পারভিনকে দেখতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব।

এ সময় শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়, তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘লালন সঙ্গীতে ফরিদা পারভীন অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে লালন সঙ্গীতের প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে যে তার একচ্ছত্র প্রভাব সেটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিকাল কন্ডিশনে। তার কিডনি সমস্যা আছে, মূলত রেনাল প্রবলেম এবং অন্যান্য সমস্যা আছে। উনার অবস্থা বেশ ক্রিটিকাল। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার সাহেবরা তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’ 

সরকারের কাছে মির্জা ফখরুল আহ্বান জানান, এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং তার সর্বোচ্চ চিকিৎসা দরকার হলে বিদেশে করার ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত ৫ জুলাই শনিবার সকালে ইউনিভার্সাল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়।

৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। বিএনপি মহাসচিব শিল্পীর শয্যার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং করণীয় জানতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মহাসচিব স্যার এই বরণ্যে শিল্পীর সর্বোচ্চ চিকিৎসার জন্য সরকারের দুই উপদেষ্টা সাথে হাসপাতাল থেকে টেলিফোনে কথা বলেছেন। তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে টেলিফোনে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।’

তিনি আরও জানান, বিএনপি মহাসচিব শিল্পী পরিবারের সাথে কথা বলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা তাদেরকে প্রদান করেন।

এ সময়ে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ সংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

এবার গণহত্যার বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস

নিউজ ডেস্কঃ  ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ স...

image

শামীম হায়দারের নেতৃত্বে আ. লীগের পুনর্বাসন হতে যাচ্ছে: রা...

নিউজ ডেস্কঃ গতকাল (৭ জুলাই) মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শাম...

image

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না: রিজভী

নিউজ ডেস্কঃ দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না বলে জানিয়েছেন দলটির...

image

‘এই প্রজন্ম শেখ হাসিনাকে হঁঠাতে পেরেছে, কিন্তু প্রেসিডেন্...

পাবনা প্রতিনিধিঃজাতীয় নাগরিক কমিটি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, &lsq...

image

এবার কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

নিউজ ডেস্কঃ ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড...

  • company_logo