
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সবশেষ ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে দেশে ফিরতে পারেননি তিনি। সেই সঙ্গে বিশ্বসেরা এই অলরাউন্ডার ও বিসিবির সম্পর্ক অনেকটাই শেষের দিকে।
সোমবার (২৬ মে) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না।
জবাবে মিঠু বলেন, অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।
শিরোপা জিতে কত টাকা পেল রিশাদ,সাকিব ও মিরাজের দল
তিনি আরও বলেন, যেকোনো দলের জন্য সে (সাকিব) বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।
সদ্য শেষ হওয়ার পিএসএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব। ব্যাটিংয়ে আলো ছড়াতে না পারলেও বোলিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেই সঙ্গে তার দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন্স। যদিও ফাইনালের একাদশে সুযোগ পাননি তিনি।
এর আগে, গত বছর নভেম্বরে আবু ধাবি টি-টেন লিগে খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেটার পোস্টারবয় সাকিব আল হাসান। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করার পর এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেন তিনি।
স্পোর্টস ডেস্কঃ আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক...
স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ...
স্পোর্টস ডেস্কঃ লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন...
ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন। মাঠে ও মাঠের বাইরেও গড়ে চলেছেন রেকর্ড।
...
স্পোর্টস ডেস্কঃ আইপিএল মানেই শুধু মাঠের ক্রিকেট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব...
মন্তব্য (০)