
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে চলমান পিএসএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার, তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আর এই টুর্নামেন্ট মাতাতে মরিয়া হয়ে আছেন বলে জানিয়েছেন সাকিব।
পিএসএলে খেলার সুযোগ পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাকিব বলেন, চলমান পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। টুর্নামেন্ট এখন খুবই গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এটা এমন একটি টুর্নামেন্ট যা আমি সবসময় উপভোগ করে দেখেছি। এবার মাঠে নেমে অবদান রাখতে মুখিয়ে আছি। কালান্দার্সের দুর্দান্ত সমর্থক এবং দৃঢ় দলীয় চেতনা রয়েছে। আমি গর্বিত এই দলের অংশ হতে পেরে। আমরা ভালো সমাপ্তির জন্য লড়ছি।
সিরিজ জয়ের লক্ষ্যে সতীর্থদের ‘স্বাধীনতা’ দিলেন লিটন
৯ দিনের জন্য স্থগিত থাকার পর আজ থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের পরিবর্তে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে শাহিন আফ্রিদির দল।
চলতি বছর পিএসএল প্লেয়ার ড্রাফটে অবিক্রিত ছিলেন সাকিব। তবে লাহোর মৌসুমের মাঝামাঝিতে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছিল বলে শোনা গিয়েছিল।
পিএসএলে নতুন নন সাকিব। ২০১৬ সালে লিগের প্রথম আসরে করাচি কিংসের হয়ে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান, যার মধ্যে একটি অর্ধশতকও রয়েছে। বল হাতে ১২ ইনিংসে নেন ৮ উইকেট।
লাহোর কালান্দার্স স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আব্দুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড উইসে, আসিফ আলি, আসিফ আফ্রিদি, মোহাম্মদ
স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়ি...
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুই টেস্টে...
রাবাদাকে রেখেই ফাইনালের দল দিল দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান সফর নিয়ে সরকারের অনুমতির অপে...
স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি উগ্র ফুটবল সমর্থককে যুক্তরা...
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন থেকে এখন আর মাত্র এক ধ...
মন্তব্য (০)