
ছবিঃ সিএনআই
রাবাদাকে রেখেই ফাইনালের দল দিল দক্ষিণ আফ্রিকা
পাকিস্তান সফর নিয়ে সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি
আলনসোকে কী পরামর্শ দেবেন আনচেলত্তি
রেফারি লাঞ্চনার ঘটনায় অভিযুক্তদের নিষিদ্ধ করল বাফুফে
নাম্বার ওয়ান হতে চান মেহেদী হাসান
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া থেকে মাত্র একটি জয় দূরে বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগের মতো ফিরতি ম্যাচেও ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনালে উঠেছে শেফিল্ড
২৪ মে লন্ডনের ঐতিহাসিক স্টেডিয়াম ওয়েম্বলিতে ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবেন হামজারা। মঙ্গলবার প্লে অফের দ্বিতীয় লেগে কভেন্ট্রি সিটিকে ২-৩ ব্যবধানে পেছনে ফেলে শেষের লড়াইয়ে এসেছে সান্ডারল্যান্ড। তাদের বিপক্ষে ম্যাচটি জিতলেই এক মৌসুম পর আবার প্রিমিয়ার লিগে ফিরবে শেফিল্ড।
মঙ্গলবার কভেন্ট্রি সিটির বিপক্ষে শেষ সময়ের গোলে ১-১ ব্যবধানে ড্র করে সান্ডারল্যান্ড। আগের লেগে ২-১ ব্যবধানে জিতেছিল দলটি। ৩-২ গোলের অগ্রগামিতায় তাই বিদায় নিতে হয়েছে কভেন্ট্রিকে। হামজাদের বিপক্ষে ২৪ মে জিততে পারলে প্রিমিয়ার লিগের টিকিট পাবে সান্ডারল্যান্ড।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি মৌসুমে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয় তিনটি দল। শীর্ষ দুই দল সরাসরি ওঠে লিগে। পরের চারটি দল নিয়ে হয় প্লে-অফ পর্ব। এই পর্বের চ্যাম্পিয়নরা তৃতীয় দল হিসাবে পায় টিকিট।
চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া শেফিল্ডকে প্লে-অফের ফাইনালে তোলার পথে দুই লেগেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশি তারকা হামজা। ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, উপভোগ্য এক রাত! আরেকটি বড় ধাপ পাড়ি দিতে হবে। দেখা হবে ওয়েম্বলিতে।’
শেফিল্ড শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে উঠতে পারলেও আগামী মৌসুমে হামজা কোথায় খেলবেন, তা নিশ্চিত নয় এখনো। তার মূল ক্লাব লেস্টার সিটির এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে। গত জানুয়ারিতে লেস্টার থেকে ছয় মাসের জন্য ধারে খেলার চুক্তিতে শেফিল্ডে যোগ দেন হামজা।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া এই মিডফিল্ডারের যা পারফরম্যান্স, তাতে স্থায়ী চুক্তি করে তাকে ধরে রাখতে পারে শেফিল্ড।
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুই টেস্টে...
স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি উগ্র ফুটবল সমর্থককে যুক্তরা...
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন থেকে এখন আর মাত্র এক ধ...
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নি...
স্পোর্টস ডেস্কঃ ভুটানে শুরু হওয়া নারী লিগের প্রথমদিনেই দাপট দেখিয়েছে বাং...
মন্তব্য (০)