• খেলাধুলা

তাইজুলের পাঁচ উইকেট, চট্টগ্রামে প্রথম দিন বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে জিম্বাবুয়ে ভালো শুরু করলেও দিনশেষে তাইজুল ইসলামের বোলিং তোপে ৯ উইকেট হারিয়েছে সফরকারীরা। দিনের শেষে ৯০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই শিকার করেছেন ৫ উইকেট,যা টেস্ট ক্যারিয়ারে তার ১৬তম পাঁচ উইকেট প্রাপ্তি।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে সকালের সেশনে বেশ দেখেশুনেই শুরু করে। তবে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারায় তারা। তানজিম হাসান সাকিব বেনেটকে (২১) এবং তাইজুল ইসলাম বেন কারেনকে (২১) সাজঘরে ফেরান। ৭২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে নিক ওয়েলচ এবং অভিজ্ঞ শন উইলিয়ামস দারুণ এক জুটি গড়েন। এই জুটি ৯০ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছিল।

ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর চট্টগ্রামের তীব্র গরমে অসুস্থ বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে ১৩১ বলে অপরাজিত ৫৪ রান করে মাঠ ছাড়েন ওয়েলচ। তবে লাঞ্চের পর নাঈম হাসান জোড়া আঘাত হানেন। তিনি প্রথমে আরভিনকে (৫) এবং পরে থিতু হয়ে যাওয়া শন উইলিয়ামসকে (৬৭) লেগ স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন।

২০০ রানের মধ্যে পঞ্চম উইকেট হিসেবে মাদেভেরেকে (১৫) ফেরান তাইজুল। এরপরই মূলত জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান এই বাঁহাতি স্পিনার। ৮১তম ওভারে পরপর দুই বলে ওয়েলিংটন মাসাকাদজাকে (৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এবং রিচার্ড এনগারাভাকে (০) বোল্ড করে ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর মাসেকেসা রান আউটের শিকার হন মেহেদী হাসান মিরাজের থ্রো ও তাইজুলের ফিল্ডিংয়ে।

শেষদিকে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচ আবার ব্যাটিংয়ে ফিরলেও ইনিংস লম্বা করতে পারেননি। কোনো রান যোগ করার আগেই তাইজুলের পঞ্চম শিকারে পরিণত হন তিনি। দিনশেষে জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের হয়ে তাইজুল ৫টি, নাঈম হাসান ২টি এবং তানজিম সাকিব ১টি উইকেট লাভ করেন।

মন্তব্য (০)





image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

image

চট্টগ্রাম টেস্ট: মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী...

image

৩৩ ইনিংস পর ওপেনিং জুটিতে সেঞ্চুরি বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশের সমস্যাটা বহু দিনের। এক অঙ্...

image

নাসির ও তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলির আদেশ

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্ম...

image

বিসিবির ওপর তামিমদের চাপপ্রয়োগের পর মাঠে নামলেন হৃদয়!

স্পোর্টস ডেস্কঃ তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে ক্রিকেটারদের চাপে বাংলা...

  • company_logo