• খেলাধুলা

‘জয়ের ধারায় ফিরেছি, সামনে এক কঠিন সপ্তাহ: হামজা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির বিপক্ষে হার দেখলে হয়ত প্লে-অফে লড়তে হতো। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগটাও হারিয়ে বসত শেফিল্ড ইউনাইটেড। আপাতত সেই শঙ্কা কাটিয়েছে হামজাদের দল। সামনে এবার কঠিন এক সপ্তাহ।

শনিবার ঘরের মাঠে ২-০ গোল ব্যবধানে জয়ের পর হামজাও বলেছেন সেটিই। বাংলাদেশের তারকা মিডফিল্ডার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘জয়ের ধারায় ফিরেছি, আলহামদুলিল্লাহ। সামনে এক কঠিন সপ্তাহ।’

কঠিনই বটে! চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল শেফিল্ড। কার্ডিফকে হারিয়ে এসেছে স্বস্তি। হামজাদের দল অবশ্য প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবেই। লিগের বাকি তিনটি ম্যাচের প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে।

দুদিন পর, ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে এই সপ্তাহে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির। একই সঙ্গে অপেক্ষা করতে হবে শীর্ষ দুইয়ে থাকা দলের হার কিংবা ড্রয়ের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে এখন তিন নম্বরে শেফিল্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬। শীর্ষ দুইয়ে যথাক্রমে ৯১ করে পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলি। লিগের বাকি তিনটি ম্যাচ। প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে থাকা দল দুটি সরাসরি খেলবে। তিন থেকে ছয় নম্বরে থাকা চার দল খেলবে প্লে অফ। সেখান থেকে একটি দল পাবে ইংলিশদের শীর্ষ লিগে প্রোমোশন। প্লে-অফ টপকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হেলায় হারাতে চায় না হামজাদের শেফিল্ড।

মন্তব্য (০)





image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

image

চট্টগ্রাম টেস্ট: মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী...

image

৩৩ ইনিংস পর ওপেনিং জুটিতে সেঞ্চুরি বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশের সমস্যাটা বহু দিনের। এক অঙ্...

image

তাইজুলের পাঁচ উইকেট, চট্টগ্রামে প্রথম দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়...

image

নাসির ও তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলির আদেশ

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্ম...

  • company_logo