• খেলাধুলা

আইপিএলে চিয়ার লিডারদের আয় কত?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আইপিএল মানেই শুধু মাঠের ক্রিকেট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিনোদন, গ্ল্যামার আর রোমাঞ্চের এক বিস্ফোরণ। প্রতিটি চার-ছয় বা উইকেটের সঙ্গে তাল মিলিয়ে মাঠের এক কোণে নাচে মাতেন যারা, তারা হলেন চিয়ারলিডাররা।

তারা কেবল শারীরিক কসরতেই নয়, আইপিএলের সামগ্রিক অভিজ্ঞতাকে করে তোলেন আরও চিত্তাকর্ষক। ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন ধরেই এক প্রশ্ন গ্যালারির উচ্ছ্বাসে মেতে থাকা এই চিয়ারলিডাররা ম্যাচ পিছু কত টাকা আয় করেন?

ম্যাচে যখন রানের ঝড় ওঠে, হ্যাটট্রিক হয় বা কেউ ফাইফার তুলে নেন, তখন মাঠের বাইরেও উচ্ছ্বাসে ফেটে পড়েন চিয়ারলিডাররা। তারা নাচ শুরু করলেই অনেক দর্শক বলেন, ফুল পয়সা উসুল! কারণ খেলার পাশাপাশি এই বাড়তি বিনোদনই যে আইপিএলের মজা দ্বিগুণ করে তোলে।

প্রতিবছর আইপিএল এলেই চিয়ারলিডারদের নিয়ে চলে আলোচনা। কখনও বিতর্কও পিছু ছাড়ে না। তবে বিতর্ক যা-ই হোক, তাদের গ্ল্যামার আর হাসি মাঠে এক আলাদা রঙ যোগ করে।

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের নানা শহর থেকে চিয়ারলিডাররা এজেন্সির মাধ্যমে আসেন আইপিএলে পারফর্ম করতে। তাদের স্যালারি প্যাকেজও নেহাত কম নয়, প্রায় ১৭ লাখ টাকার প্যাকেজ থাকে পুরো মৌসুমে। আর প্রতি ম্যাচে তাদের পারিশ্রমিক প্রায় ১৪ থেকে ১৭ হাজার টাকা।

সবচেয়ে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কেকেআরের চিয়ারলিডাররা ম্যাচ পিছু পান ২৪ হাজার টাকা! মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটু কম, তবে প্রতি ম্যাচে ২০ হাজার টাকা করে দেয়। আর চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস- এরা ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে বেতন দেয় তাদের চিয়ারলিডারদের।

এখানেই শেষ নয়। ম্যাচের পর পার্টিতে গেলে আরও রোজগার হয়। পাশাপাশি থাকে নানা সুযোগ-সুবিধা, ম্যাচ ফ্রি দেখা, থাকার জায়গা, ফ্রি খাওয়া-দাওয়া সবকিছুই সংস্থার পক্ষ থেকে থাকে।

মন্তব্য (০)





image

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্কঃ আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক...

image

এবার পাকিস্তানের বিপক্ষে নামার আগে লিটনের হুঙ্কার

স্পোর্টস ডেস্কঃ  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ...

image

শেফিল্ডকে বিদায় বললেন হামজা

স্পোর্টস ডেস্কঃ লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন...

image

৪০ পেরিয়েও দুর্দান্ত রোনালদো তবে ছাড়ছেন আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন। মাঠে ও মাঠের বাইরেও গড়ে চলেছেন রেকর্ড।

...

image

সাকিব অধ্যায়ের সমাপ্তি নিয়ে যা জানালো বিসিবি

স্পোর্টস ডেস্কঃ সবশেষ ভারতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব...

  • company_logo