• বিনোদন

একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য আজমেরী হক বাঁধন!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। 

সম্প্রতি নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে আবিষ্কার করে তুলে ধরেছেন সেই অভিজ্ঞতা। রোববার (২৫ মে)  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। জানিয়েছেন, জুলাই গণ-ভ্যুত্থানের পরে ও আগের বেশ কিছু ঘটনা।

বাঁধন লেখেন, ২০২১ সালে যখন বলিউডের একটি সিনেমা ‘খুফিয়া’তে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত ‘র’ এজেন্ট। সিনেমায় সহ-অভিনেতা হিসেবে ছিলেন তাবু। কিন্তু এরপরই ঘটনায় মোড় নেয়, যখন আমাকে সিনেমার প্রেমিয়ারে যেতে বাধা দেওয়া হলো।

বাঁধন লেখেন, আমার ভিসা একবার দুইবার নয়, পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখান করা হলো। কারণ, হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই, আমার সেই সিনেমার কোনো অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। 

এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন। এরপর তিনি বলেন, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইয়ের এজেন্ট এবং ইউএসএইড থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামায়ত কর্মী। কারণ, আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করেছি।

এরমধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তারপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ এজেন্ট বলা হলো।

এখানেই শেষ নয়, বাঁধন জানান, তার এক কাছের বন্ধু, যিনি বর্তমান সরকারে আছেন, তিনি বলেছেন, টাকা খাইছো?

হতাশা প্রকাশ করে বাঁধন বলেন, কী ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না। এবং মনে করে কেউ দেশকে ভালোবাসে না।

 

মন্তব্য (০)





image

আবারও কানের লাল গালিচায় হাঁটবেন আলিয়া!

বিনোদন ডেস্কঃ এ বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড ডিভা...

image

জামায়াত ক্ষমতায় আসুক আমি চাই না: আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্কঃ সমসামায়িক নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন...

image

আল্লাহ কিছু নেয়ার আগে দিয়েও দেন, পরীমণির আবেগঘন পোস্ট

নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সাম্প্রতিক সময়ে ব্যক...

image

আদালতে হাজির হয়েছেন পরীমনি

বিনোদন ডেস্কঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বির...

image

আজ থেকে পডকাস্ট শো স্ট্রেইট কাট তুষার

বিনোদন ডেস্কঃ ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’-এর প্রাথমিক স্বপ্ন ...

  • company_logo