
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী বিপাশা বসু, ১৯৯৬ সালে ফোর্ড’স গোদ্রেজ সিন্থল সুপারমডেল পুরস্কার জিতেছিলেন। এরপর ২০০১ সালে ‘আজনবি’ সিনেমা দিয়ে বড় পর্দায় নিজের নাম লিখান। প্রথম সিনেমা দিয়েই সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকতে হয়নি। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা।
অভিনয় জীবনে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছে। বিপাশা বসুর নাম শোনার পর চোখের সামনে ভেসে ওঠে বোল্ড সিনে এক আবেদনময়ী নায়িকা। বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। অভিনেত্রীর টোল পড়া হাসি ও মেদহীন কোমর অনেক পুরুষের রাতের ঘুম উড়িয়েছে।
মাত্র ১৫ বছরের মাথায় অভিনয়কে বিদায় জানান। এখন সংসার আর সন্তান নিয়েই জীবনের ব্যস্ততা। একসময় ঘুম কেঁড়ে নেওয়া অভিনেত্রী এখন আর আগের মতো মেদহীন নেই। ওজন কমানোর কোনো ইচ্ছেও দেখা যায়নি। সম্প্রতি মেকআপ ছাড়া বিপাশা ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে বিপাশার ওজন বেশ খানিকটা বেড়েছে। পাপারাজ্জিদের ভিডিও ছড়িয়ে পড়তেই আবারও অভিনেত্রীকে নিয়ে সমালোচনায় মেতেছে নেটাগরিকরা। নীল রঙের টি-শার্ট আর প্যান্ট পরিহিত অবস্থায় বিনা মেকআপ ও ক্যাজুয়াল লুকসে দেখা যায় অভিনেত্রীকে। মুখে ডবল চিন দেখা গেছে, ওজনও বেড়েছে। আগের মতো গ্ল্যামার লুকস আর নেই। বিপাশাকে এই চেহারায় দেখে ট্রোলাররা ট্রোল করতে শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে শেষবার দেখা গেছে বিপাশা বসুকে। বর্তমানে একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়েই সময় কাটছে তার।
বিনোদন ডেস্কঃ এ বছর প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড ডিভা...
বিনোদন ডেস্কঃ সমসামায়িক নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন...
নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সাম্প্রতিক সময়ে ব্যক...
বিনোদন ডেস্কঃ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বির...
বিনোদন ডেস্কঃ ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’-এর প্রাথমিক স্বপ্ন ...
মন্তব্য (০)