• প্রশাসন

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর উদ্যোগে সড়কে বিশেষ অভিযান পরিচালনা চলছে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা ট্রাফিক পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যদের নিয়ে এই অভিযান শুরু করে। ঈদকে ঘিরে অভিযানের প্রথম দিনে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহনে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস,ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি।

এ সময় অভিযানে পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন বলেন, যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযান চলছে। অভিযানের মাধ্যমে দূর্ঘটনা এড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন করা হচ্ছে। সব শেষে আমরা মোটরসাইকেল আরোহীদের আটক করছি। কারণ মোটরসাইকেলে অনেকে হেলমেড ব্যবহার করেন না। একই সাথে অভার গতি নিয়ে রাস্তায় চলাচল করে থাকে।

বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ অধিনায়ক লেঃ মোঃ ফরহাদ অর রশিদ বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী ও পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা যেন সম্পুর্ন নিয়ন্ত্রণে রাখা যায়।। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা এই যৌথ কার্যক্রম পরিচালনা করছি। আর জনসাধারণকে একটি সুন্দর ঈদ উপহার দেওয়াটাই আমাদের মুল লক্ষ্য।'

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন, নুরেন্দ্র মদী ও ট্রাফিক সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধারঃ নওগা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন আজকের মেধাবী...

image

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

নিউজ ডেস্কঃ সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য ন...

image

ফরিদপুরের সদরপুরে প্যারাগ্লাইডার তৈরি করা যুবককে সংবর্ধনা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খে...

image

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্...

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর...

image

প্রশাসনের তৎপরতায় রাণীনগরে ৩১টন সরকারি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: প্রশাসনের অভিযানে নওগাঁর রাণীনগরের দুটি পৃথক স্থান থেকে সরকা...

  • company_logo