
ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলার ২১৫৯/৩ এস-এর কাছ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি সূত্র জানান, আটক সোমালিয়ান নাগরিকের কাছে থাকা পাসপোর্ট অনুযায়ী, তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে বৈধ ভিসায় অবস্থান করেছিলেন। এছাড়া, তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে, যেখানে তিনি বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচিত।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় তার বিরুদ্ধে ফরেইন অ্যাক্ট ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিজিবি তাকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করবে।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সোমালিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
এর আগে গত ১৯ মার্চ বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান নাগরিক এবং এর কিছুদিন আগে এক সুদানি নারীসহ এক জাম্বিয়ান নাগরিককেও আটক করা হয়েছিল। বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুপ্রবেশ চেষ্টাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।
রংপুর ব্যুরো: রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইস...
পাবনা প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনায় সোয়াদ হোসেন নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের বাসিন্...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপ লাইনের ...
নড়াইল প্রতিনিধিঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে জেল...
মন্তব্য (২)
Gilberto
Perfectly expressed truly. ! casino en ligne France Amazing write ups With thanks! meilleur casino en ligne This is nicely expressed. ! casino en ligne Info clearly utilized!! casino en ligne Seriously a lot of amazing material. casino en ligne Amazing info, Thanks a lot! casino en ligne Great material, Kudos. casino en ligne Info certainly considered!. casino en ligne France You said it very well.. casino en ligne Very good postings. Thank you! casino en ligne
Tyrone
Amazing postings Thank you. casino en ligne Nicely put. Many thanks! casino en ligne France Truly quite a lot of fantastic knowledge. casino en ligne Cheers, Lots of postings. casino en ligne You've made your point very clearly!! casino en ligne fiable You revealed this very well. casino en ligne Thank you, Fantastic stuff! casino en ligne Lovely information. Kudos. casino en ligne France Thanks. A good amount of facts. casino en ligne You said it perfectly.! casino en ligne