• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: "শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত কর”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে চলমান ধর্ষণের বিচার চেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদানকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।  এছাড়াও বিক্ষোভ মিছিলে "ধর্ষণের বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এসময় বক্তব্য রাখেন, ছাত্রনেতা হাসানুর রহমান সজীব, ইমরান হাসান মিলন, সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী আরাফাত আহমেদ সানি, রেদোয়ান হাসান, ঝর্ণা আক্তার, তুহিন আহমেদ, রেসিজেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার্থী তাসনুবা সুরাইয়া সেতু, নিলুফা আক্তার, কামরুন্নাহার, মুমিনুল ইসলাম, আইডিয়াল কলেজ শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, মামুন মিয়া, সাকিবুল ইসলাম শান্ত, পাভেল আহমেদ সরকার ও চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম তালুকদার প্রমুখ।

এসময় তারা বলেন, দেশে নারী ও কণ্যা শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে কর্মক্ষেত্রে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে কণ্যা শিশু সহ সব বয়সী নারী। অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সুত্রিতার কারণে অব্যহত ভাবে ধর্ষণ নির্যাতন সংগঠিত হচ্ছে। কন্যা শিশু ও নারীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইন কার্যকর ভাবে নিশ্চিত করা হলে নারী নির্যাতন ও ধর্ষণের মত জগন্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

মন্তব্য (০)





image

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

জামালপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে পদত্যা...

image

মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত, দোক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়ত...

image

বিএনপি সরকার গঠন করতে পারলে ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স ...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-...

image

দিনাজপুর ৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই প্...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্...

image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-...

বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন ...

  • company_logo