• অপরাধ ও দুর্নীতি

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে কারাদন্ড ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত 

পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়।

জানা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথে জড়িত।

অভিযুক্তরা হলেন, কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬), হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)।

জেলা এনএসআই, পাবনা কর্তৃক গৃহীত সুত্র মতে, অত্র কার্যালয়ের ২জন সহকারী পরিচালকসহ ৮জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।

আজ সকাল সাড়ে দশটার সময় ২জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়। 

পরবর্তীতে  উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়।

তারা আরও বলেন, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে উক্ত হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। 

দুর দুরান্ত থেকে আসা রোগীদের নির্বিঘ্নে চিকিৎসা নিতে নিয়মিত অনুরূপ অভিযানের সুপারিশ করা যেতে পারে।

মন্তব্য (০)





image

পাবনায় অস্ত্র ও গুলি তৈরীর সরঞ্জামসহ 'কিলার জাহিদ' গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা প...

image

ঈশ্বরগঞ্জে ইজিপিপি প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জন...

image

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার র...

নিউজ ডেস্কঃ পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধা...

image

নওগাঁয় শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নি...

  • company_logo