• খেলাধুলা

আমি কখনো এটা ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনিঃভিনি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে গত বছর কম নাটক হয়নি। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বদলে কোন যুক্তিতে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে ব্যালন ডি’অর দেওয়া হলো; তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ব্রাজিলিয়ান তারকা তো ক্ষোভে ব্যালন ডি’অর অনুষ্ঠানেও যাননি। একই কাজ করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও।

ব্যালন ডি’অর ভিনির হাতে উঠছে না এমন খবর পাওয়ার পর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। কেন সেদিন প্যারিসে যাননি ভিনি; দীর্ঘদিন পর এবার সেটা নিয়েই কথা বলেছেন ভিনি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে ব্যালন ডি’অর ইস্যুতে ভিনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’

ব্যালন ডি’অর জয়ের জন্য সবচেয়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ছুঁয়ে দেখতে না পারার অভিজ্ঞতা কেমন ছিল; সেই প্রশ্নে ভিনি বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’

কেবল ব্যক্তিগত সাফল্য নয় রিয়ালের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যের কথা জানান ভিনি, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’

মন্তব্য (০)





image

আফ্রিদির সন্ত্রাসীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে : বিএসএফ

কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটন...

image

চট্টগ্রাম টেস্ট: মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী...

image

৩৩ ইনিংস পর ওপেনিং জুটিতে সেঞ্চুরি বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশের সমস্যাটা বহু দিনের। এক অঙ্...

image

তাইজুলের পাঁচ উইকেট, চট্টগ্রামে প্রথম দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়...

image

নাসির ও তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলির আদেশ

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্ম...

  • company_logo