• প্রশাসন

বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত সাজিদের পাশে ফরিদপুরের এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুরপ্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে আহত হন ফরিদপুরের সাজিদ মন্ডল।

সাজিদ মন্ডল ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও ইজিবাইক চালক জাহাঙ্গীর মন্ডলের ছেলে। সাজিদ পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছোট।

জানা যায়, শহরের থানা রোড এলাকায় পুলিশের সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাসের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি এখনও দিন-রাত বিছানায় শুয়ে যন্ত্রণায় কাটছে তার জীবন। টাকার অভাবে ভালোভাবে চিকিৎসাও করাতে পারছেন না।

রোববার ( ২৬ জানুয়ারি)  সাজিদ মন্ডলকে দেখতে তার বাড়িতে  যান ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মো. আব্দুল জলিল।

এ সময় পুলিশ সুপার  তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন এসপি।

সাজিদ মন্ডলের বাবা জাহাঙ্গীর মন্ডল জানান, সাজিদের ডান হাতের আঙুল, বাম হাতের মাঝ বরাবর ও ডান পায়ের গোড়ালির থেকে টাকনুর মাঝামাঝি ভেঙে গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অস্ত্রোপচার করে রড ঢুকিয়ে দিয়েছে। এখন বাসায়। ৩/৪ মাস পর হাসপাতাল থেকে রডের স্ক্রু খুলতে যেতে হবে। এক বছর পর বড় একটি অপারেশন করতে হবে। কিন্তু আমি এই চিকিৎসার ব্যায় কিভাবে চালাবো?  হিমশিম খাচ্ছি। 

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, সাজিদের খোঁজখবর নেয়া হয়েছে, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এখনো তারা কোনো মামলা করেনি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া সাজিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধারঃ নওগা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন আজকের মেধাবী...

image

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

নিউজ ডেস্কঃ সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য ন...

image

ফরিদপুরের সদরপুরে প্যারাগ্লাইডার তৈরি করা যুবককে সংবর্ধনা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খে...

image

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্...

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর...

image

প্রশাসনের তৎপরতায় রাণীনগরে ৩১টন সরকারি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: প্রশাসনের অভিযানে নওগাঁর রাণীনগরের দুটি পৃথক স্থান থেকে সরকা...

  • company_logo