• প্রশাসন

“পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে”

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন পবিত্র হজ পালনে গিয়ে অবশ্যই হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেস্ট করতে  হবে। তা না হলে হজের কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না অপরদিকে সারাজীবন আফসোস থেকে যাবে। তাই হজ পালনকারীদের যাতায়াত, সঠিক ভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিক ভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেস্টা করতে হবে। তাই হজে গিয়ে হজের বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোর প্রতি গুরুত্ব না দিতে তিনি হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান।

বুধবার নওগাঁ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি দিকনির্দেশনা মূলক এই কথাগুলো বলেন।

এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান জানান এবার নওগাঁ জেলা থেকে ১ হাজার ৬শত জন ব্যক্তি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার প্রথম দিনে ৮শত জন এবং বৃহস্পতিবার ৮শত হজযাত্রীরা প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। হজযাত্রীদের পরিপূর্ণ ভাবে পবিত্র হজ পালনের নিয়ম-কানুন শেখানো হচ্ছে। যদি কেউ প্রশিক্ষণে প্রদান করা নিয়ম-কানুন ও দিকনির্দেশনাগুলো মেনে চলেন তাহলে একজন ব্যক্তির পুরো হজ কার্যক্রম সম্পন্ন করা খুবই সহজ হবে বলে তিনি জানান।
 

মন্তব্য (০)





image

আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধারঃ নওগা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন আজকের মেধাবী...

image

বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

নিউজ ডেস্কঃ সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য ন...

image

ফরিদপুরের সদরপুরে প্যারাগ্লাইডার তৈরি করা যুবককে সংবর্ধনা...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খে...

image

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্...

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর...

image

প্রশাসনের তৎপরতায় রাণীনগরে ৩১টন সরকারি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি: প্রশাসনের অভিযানে নওগাঁর রাণীনগরের দুটি পৃথক স্থান থেকে সরকা...

  • company_logo