ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান বলেছেন " সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২০২৪ সালের ২০ জুলাই হতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী নিয়োজিত হওয়ার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিহত করতে অনেকগুলো অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। যার ফলে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা সমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দৃশ্যমান। "
তিনি ২৮ জানুয়ারি বুধবার দুপুরে নৌ বাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী বদ্ধ পরিকর। একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন করানো হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের নৌ সদস্যদের বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF), সোয়াডস টিম (RAT), ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। সেই সাথে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। বাংলাদেশ নৌবাহিনী সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন অব্যাহত রাখবেও জানান এই কর্মকর্তা।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি বিদেশি...
বগুড়া প্রতিনিধি : মমতাময়ী মাকে হারানোর শোককে সঙ্গী করেই দীর্ঘ প্রায় ১৯ বছর পর বৃহস্পতিবা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
নওগাঁ প্রতিনিধি: দেশের জনগুরুত্বপূর্ণ একটি দপ্তর হচ্ছে বাংলা...

মন্তব্য (০)