ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার নানা বিবরণ সামনে আসে, যা সবাইকে নাড়িয়ে দেয়। চলতি বছরও কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খোলেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।
সদ্য শেষ হওয়া ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি জানান, কীভাবে এক পরিচালক তাকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেন এবং অন্য এক পরিচালক তার অনুমতি ছাড়াই তাকে চুম্বন করার চেষ্টা করেন।
সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে মালতি জানান, দক্ষিণী সিনেমার এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাকে আবার ফোন করা হয়। সেই ফোনে পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। কিন্তু এরপর বারবার ফোন করে তাকে চাপ দিতে থাকেন ওই পরিচালক।
মালতির ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন, “মালতি, বুঝে নাও-ইন্ডাস্ট্রিতে এমনভাবেই কাজ হয়। এই মন্তব্যেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।’
শুধু এটুকুই নয়, মালতি আরও জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক তাকে জড়িয়ে ধরার সময় হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, ‘বিদায় নেওয়ার সময় সাধারণভাবে পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরেছিলাম। তখনই তিনি আমাকে চুম্বন করতে চেয়েছিলেন।’
তিনি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো ভেবেছিলেন। কিন্তু এই ঘটনাই তাকে শিক্ষা দিয়েছে-ইন্ডাস্ট্রিতে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না।
পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মালতি চাহার।
সূত্র: পিঙ্কভিলা
বিনোদন ডেস্ক : রুকাইয়া জাহান চমক বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ। অভিনয় আ...
বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৩ বছরের গোপন সম্পর্ক ও প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়...
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্র...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে সাধারণত কখনো দে...
বিনোদন ডেস্ক: বিনোদন জগতের তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্...

মন্তব্য (০)