• অপরাধ ও দুর্নীতি

‎রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেয়ার অভিযোগ, অনুসন্ধানে দুদক

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন-সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির অভিযানে প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা।

‎দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ওই প্রকৌশলীর পাচ্ছেন ২৫ লাখ টাকা।

‎এছাড়া উচ্চপদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়াসহ নানা অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়।

‎রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এর পরেই দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। এতে বলা হয়, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের এনটিপিসির নীতিমালা অনুযায়ী বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয় অনুসন্ধানে কমিটি করেছে দুদক।

মন্তব্য (০)





  • company_logo