• সমগ্র বাংলা

‎রংপুরে প্রাণিসম্পদ কর্মশালায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এলইডি স্ক্রিনে ভেসে উঠলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

‎রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরীর আরডি আরএস ভবনের বেগম রোকেয়া হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ  মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। কর্মশালার সঞ্চালনা করছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী। হঠাৎ উপস্থাপনার সময় বড় পর্দায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি প্রদর্শিত হলে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তবে এ বিষয়ে জানতে চাইলে কো-অর্ডিনেটর গোলাম রব্বানী কোনো উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

‎প্রসঙ্গত, সরকারি উন্নয়ন প্রকল্পের কর্মশালায় কোনো রাজনৈতিক নেতার ছবি প্রদর্শন করা প্রচলিত নিয়মের বাইরে এবং এটি প্রশাসনিকভাবে বিতর্কিত হিসেবে গণ্য হয়।

‎ঘটনাস্থলে উপস্থিত উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, “এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি ভুলক্রমে হয়েছে বলে জানানো হয়েছে। যে প্রদর্শন করেছেন তিনি ক্ষমা চেয়েছেন।

‎তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা দেশে নতুন নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি শেষ হয়ে যায়নি, বরং বিভিন্ন রূপে রয়ে গেছে। এর কিছু কিছু প্রতিফলন মাঝেমধ্যেই ঘটে। তবে যখনই তা ধরা পড়ে, আমরা ব্যবস্থা নেই।”

‎উল্লেখ্য, ফরিদা আখতার রংপুর বিভাগে দুই দিনের সফরে এসেছেন। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করছেন।

‎এসময় রংপুর বিভাগের জেলা ও উপজেলার প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) কমকতারা ও খামারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট ...

image

নওগাঁয় বিএনপির নেতার ব্যাগে গাঁজা, হাতে মোবাইল ডিবির অভিয...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দ...

image

রংপুরে সাবেক এমপি ও আ,লীগ নেতার বাড়িতে চাকরি প্রার্থীদের ...

রংপুর বুর‍্যো : 

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপ...

image

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য...

  • company_logo