• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইইউ ও মেক্সিকোর ওপর বিশাল শুল্কের আঘাত হানলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্ক।

রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগেই এই দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ার পর এই ঘোষণা দিলেন ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আলাদা দুটি চিঠির মাধ্যমে ট্রাম্প জানান, মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ হলো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক প্রবাহে বড় ভূমিকা রাখছে দেশটি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ হলো বাণিজ্য ভারসাম্যহীনতা।

এর আগে, এই সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ ২০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া কপার বা তামার ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে।

ইউরোপীয় ইউনিয়নকে কঠোরভাবে ইউরোপের স্বার্থ রক্ষা করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, চুক্তি না হলে সব ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বলপ্রয়োগ-বিরোধী উপায়ও ব্যবহার করা যেতে পারে।

মূলত, এই আইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তৃতীয় কোনো দেশ যদি রাজনৈতিক চাপ প্রয়োগ করে, তাহলে তারা সরকারি ক্রয়চুক্তি ও অন্যান্য অর্থনৈতিক সুযোগ সীমিত করে প্রতিশোধ নিতে পারে।

এদিকে মেক্সিকোর সরকার জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারে। তারা এই পদক্ষেপকে অন্যায় আচরণ হিসেবে উল্লেখ করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আরও ভালো শর্তে একমত হতে পারবে। এমন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মেক্সিকোর ৮০ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে যায়, ফলে ট্রাম্পের এই শুল্ক সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এর আগে, কানাডার ওপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ব্রাজিলের ক্ষেত্রে এই শাস্তিমূলক শুল্ক আরোপের কারণ হিসেবে সেখানকার ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন তিনি।

 

মন্তব্য (০)





image

মালয়েশিয়ার পতিতালয়ে অভিযান, ১০ বাংলাদেশি নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ  মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ বুধবার (৯...

image

ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুতে ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন ল...

image

অন্তত ৬টি বোমা ছোড়া হয় মাসুদ পেজেশকিয়ান হত্যা করতে

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি...

image

এবার ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত...

image

এবার রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম ...

  • company_logo