• আন্তর্জাতিক

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অংশের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বয়ং এ কথা নিশ্চিত করেছেন। একইসঙ্গে ইয়েমেনের উদ্দেশে ভয়ংকর হুমকিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। কেউ যদি ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। আর কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার হাত কেটে ফেলা হবে।

ইসরায়েল কাটজ জানান, ইসরায়েলের হামলার লক্ষ্যগুলোর মধ্যে গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজও রয়েছে। এই জাহাজটি ২০২৩ সালে হুথিরা ছিনতাই করেছিল এবং ইসরায়েল বলেছে, আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো এটি।

এদিকে হুদায়দাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে ইসরায়েলের হামলা চালানোর পর ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

হুথিদের ওই হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বাজাতে দেখা গেছে এবং সেখানকার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলাফল এখনো যাচাই করা হচ্ছে।

ইসরায়েল কাটজ বলেছেন, এই হামলাগুলো ছিল ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’-এর অংশ এবং এবং হুঁশিয়ারি দিয়েছেন যে নিজেদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে হুথিদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। কেউ যদি ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। আর কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার হাত কেটে ফেলা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করছে।

ইসরায়েলি বিমান বাহিনী বলছে, ইয়েমেনের বন্দরে তারা সবশেষ যে হামলা চালিয়েছে, তা ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হুথিদের বারবার হামলার জবাব। তারা আরও বলেছে, ইয়েমেনের যেসব বন্দরে হামলা করা হয়েছে, সেখানে ইরানের সরকারের কাছ থেকে অস্ত্র এনে ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল।

গত মে ও জুন মাসেও হুদায়দা বন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। মূলত হুদায়দা বন্দরটি লাখ লাখ ইয়েমেনির জন্য খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রধান প্রবেশদ্বার এবং বন্দরটি গত এক বছরে একাধিকবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

 

মন্তব্য (০)





image

গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: এরদ...

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ...

image

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস ...

image

ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে: ইউএনআরডব্লিউএ

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে &...

image

আরও সাতটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাতটি দেশের জ...

image

এবার সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে, যার আওতায় বিদেশি ব্যক্...

  • company_logo