• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের ইস্ট সাইডে সম্প্রতি ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। আকাশে চক্কর দিতে থাকা একটি হেলিকপ্টার থেকে আচমকাই বৃষ্টির মতো ছিটকে পড়ে নগদ টাকা! শহরবাসী তখন হতবাক এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ছিল এক মরহুম ব্যবসায়ীর শেষ ইচ্ছার বাস্তবায়ন।

 

শুক্রবার (২৭ জুন) দুপুরে ড্যারেল প্ল্যান্ট থমাস নামের এক প্রয়াত স্থানীয় ব্যবসায়ীর স্মরণে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কার্যক্রম। জীবদ্দশায় তিনি ছিলেন একটি কার ওয়াশের মালিক এবং এলাকাবাসীর কাছে দানশীল ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত।

এক প্রত্যক্ষদর্শী যিনি কাছাকাছি অবস্থিত একটি সার্ভিস সেন্টারে কাজ করেন। তিনি বলেন, এটা ছিল তার শেষ উপহার। তার কমিউনিটির জন্য ভালোবাসা প্রকাশের এক অভিনব পদ্ধতি এবং আমি বলব, তিনি তার উদ্দেশ্যে পুরোপুরি সফল হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হাজার হাজার ডলার মূল্যের নোট মাটিতে পড়তে থাকে, আর লোকজন তা ধরতে রীতিমতো ছুটে আসে। কেউ বেরিয়ে আসে গাড়ি থেকে, কেউ দোকান থেকে, কেউবা দৌড়ে আসে আশপাশের এলাকা থেকে। তারা উপর থেকে পড়া নোট কুড়াতে শুরু করেন। পুরো এলাকাটিই যেন হঠাৎ একটি উৎসবে পরিণত হয়।

তবে অবাক করা বিষয় হলো এই বিশাল ভিড়েও কোনো বিশৃঙ্খলা হয়নি। ডেট্রয়েট পুলিশ সাময়িকভাবে ট্রাফিক বন্ধ রাখলেও ঘটনাটি ছিল একেবারে সুশৃঙ্খল। স্থানীয় একটি খাবারের দোকানের কর্মী আনায়া টনি বলেন, মানুষের সংখ্যা ছিল অবিশ্বাস্য। কিন্তু পরিস্থিতি ছিল চমৎকার। সবাই কিছু না কিছু পেয়েছে।

এদিকে ড্যারেল থমাসের ছেলে স্মোক জানান, এই উদ্যোগটি ছিল তার বাবার শেষ ইচ্ছা পূরণ এবং একটি বার্তা দেওয়ার জন্য, হয়তো আপনারা আমার বাবাকে চিনতেন না, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। এই কাজ তার পক্ষ থেকে সবাইকে শেষ আশীর্বাদ।

তার শেষ ইচ্ছা অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার ভাড়া করে আকাশ থেকে নগদ অর্থ ছড়িয়ে দেওয়া হয় স্থানীয়দের উদ্দেশ্যে। এতে উপস্থিত শত শত মানুষ টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রয়াত ড্যারেলের প্রতি কৃতজ্ঞতা জানাতে। 

সামাজিক মাধ্যমে ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

মন্তব্য (০)





image

গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: এরদ...

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ...

image

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস ...

image

ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে: ইউএনআরডব্লিউএ

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে &...

image

আরও সাতটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাতটি দেশের জ...

image

এবার সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে, যার আওতায় বিদেশি ব্যক্...

  • company_logo