• বিশেষ প্রতিবেদন

ঝুঁকিপূর্ণ অবস্থায় খাজার ঘাটের কাঠের ব্রিজ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের টাংগালিয়াপাড়া এলাকার খাজার ঘাটে নির্মিত একটি কাঠের ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশের বরাদ্দকৃত ১২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণে ব্যবহৃত নিম্নমানের কাঠ এবং খুঁটিগুলো উল্টোভাবে মাটিতে পুঁতে দেওয়ার কারণে ব্রিজটি নির্মাণের এক বছরের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ছিলেন সাবেক সংসদ সদস্য পলাশের মামা আবুল হোসেন, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।

ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য মালবাহী ভ্যান, অটো রিকশা ও স্থানীয় মানুষের যাতায়াত চলছিল। তবে ব্রিজের ভঙ্গুর অবস্থা দেখে অনেকে এখন পায়ে হেঁটে পার হতে বাধ্য হচ্ছেন। সামনের বন্যা মৌসুমকে সামনে রেখে ব্রিজটি ভেঙে পড়লে পুরো কোদালকাটি ইউনিয়নসহ আশেপাশের চরাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সদর ইউনিয়ন চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ব্রিজটি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে তিনি ব্যবস্থা গ্রহণের  আশ্বাস দিয়েছেন।ব্রিজ সংলগ্ন স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “ব্রিজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি। কখন যেন ভেঙে পড়ে জান-মালের ক্ষতি হয়।” তারা আরো বলেন, “আমাদের দাবি, সরকার যেন খাজার ঘাটে একটি টেকসই ও পাকা ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে। এতে চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নইলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে গাছের চারায় অসন্তোষ শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষি বিভাগের পক্ষ থেকে পাওয়া গাছের চারায় চরম...

image

উলিপুরে সৌর বিদ্যুৎ নি‌য়ে বিপা‌কে দুর্গম চরাঞ্চলের বাসিন...

‎কু‌ড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প...

image

দেশে প্রথমবারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে আমের বাণি...

নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত জেলা নওগাঁ। নওগাঁয় উৎপাদ...

image

সফলতার স্বপ্ন দেখছেন চরাঞ্চলের নারীরা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলের নারীদের সফলতার দিকে ...

image

গোপালপুরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা

গোপালপুর প্রতিনিধিঃ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিহ্নিত ইউক্যালিপ...

  • company_logo