• বিনোদন

এবাউট টাইম ইভেন্টস আয়োজন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ এবাউট টাইম ইভেন্টস আইএনসি আগামী ২১ এপ্রিল ২০২৫ ইং আয়োজন করছে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। "সৃষ্টিতে, কৃষ্টিতে, আছি মোরা একসাথে" - এই আদর্শকে সামনে রেখে এবাউট টাইম ইভেন্টস আইএনসি আয়োজন করতে যাচ্ছে এক সংগীত সন্ধ্যা। এই সংগীত সন্ধ্যার আয়োজকবৃন্দ হলেন এবাউট টাইম ইভেন্টস এর সিইও এবি ওয়ালিউদ্দিন আহমেদ চৌধুরী, এবাউট টাইম ইভেন্টস এর ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সংগীত শিল্পী ফাহমিদা নবী, সেক্রেটারি নুরুজ্জামান সিকদার ও যুগ্ম-ভাইস প্রেসিডেন্ট শামীম হোসেইন। প্রধান অর্গানাইজার ওয়ালি বলেন, “এই সংগীতায়োজনের মূল পরিকল্পনাকারী ছিলাম আমি। দেশে অবস্থানকালে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার সাথে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ফ্যাশন ডিজাইনার হিসাবে ফ্যাশন এন্ড গ্ল্যামার জগতে আমি ছিলাম সকলের পরিচিত মুখ।

তাছাড়া ক্যারিয়ারে যুক্ত হয়েছিল কোরিওগ্রাফি সহ ফটোগ্রাফি। আমি বিভিন্ন ফ্যাশন ও ফটোগ্রাফি এক্সিবিশনও অর্গানাইজ করতাম। আমি যখন যুক্তরাষ্ট্রে আসলাম তখন বুঝতে পারলাম আমি আমার মূল কাজ থেকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছি।” বিদেশের মাটিতে বসে দেশীয় সংস্কৃতির চিরচেনা স্বাদ পেতে চান তিনি। সেই চিন্তা থেকেই কৃষ্টি-কালচারে বিমুগ্ধ সংস্কৃতিসেবী ওয়ালি গড়ে তুললেন এবাউট টাইম ইভেন্টস আইএনসি। একদিন আড্ডার ছলে সংগীত শিল্পী ফাহমিদা নবী ও রবীন্দ্র সংগীত শিল্পী স্বপ্নিল সজীবের কাছে তিনি আগ্রহ প্রকাশ করলেন একটি মনোজ্ঞ সংগীতায়োজন করার। দেশ-মৃত্তিকার টানে দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াসে তিনি এই আয়োজন করতে চান বলে জানান এই প্রতিনিধিকে। দেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির চলমান ধারাকে বিশ্ব দরবারে সমুন্নত রাখতে এবাউট টাইম ইভেন্টস আমেরিকার মাটিতে বছরে দুইটি কালচারাল ইভেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে সর্বাত্মক করছেন আরটিভি, বায়ান্ন টিভি ও আমেরিকা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক পত্রিকা ঠিকানা।

এছাড়াও স্পন্সর করেছেন গো রাসকেল, ফ্রেশফুড, ক্লাসিক্যাল হোমটেক্স বিডি লিঃ, ইত্যাদি ফুড বাজার, ফাওমা ইনোভেটিভ, মাছওয়ালা, নবাব রেষ্টুরেন্ট, সুমি'স,বিউটি পার্লার ও সেলুন সহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত আরও বেশ কিছু প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন, গোল্ডেন এইজ এর কর্ণধার শাহনেওয়াজ ভাই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রওনন নেওয়াজ ভাবী। আমেরিকাতে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির যেকোন অনুষ্ঠান আয়োজনে তাদের থকে সরব উপস্থিতি। যেকোন অনুষ্ঠানে বিভিন্ন প্রয়োজনে সানন্দে সহায়তার হাত বাড়িয়ে দিতে তারা থাকেন সদা প্রস্তুত।

এই সংগীত সন্ধ্যা আয়োজন করা হবে নিউইয়র্ক শহরের কুইন্স প্যালেসে। সামিনা চৌধুরী ও স্বপ্নিল সজীবের বিশেষ সংগীত পরিবেশন ছাড়াও আমেরিকা প্রবাসী শিল্পীরাও নাচ ও গান পরিবেশন করবেন। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে আগত মিডিয়া জগতের বিভিন্ন তারকা অভিনেতা অভিনেত্রী ও দেশবরেণ্য শিল্পীগণ। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে, এবাউট টাইম ইভেন্টস এর সিইও এবি ওয়ালিউদ্দিন আহমেদ চৌধুরী সকল শুভানুধ্যায়ী ও স্পন্সরদের সহায়তার জন্য তিনি সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।উৎসব ডট কম এর কর্ণধার রায়হান ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ডিজিটাল পার্টনার হিসেবে কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান কেউ অনেক ধন্যবাদ আমাদের ইভেন্ট এর ডিজিটাল মার্কেটিং এ সকল ধরনের সহায়তা করার জন্য এবং ধানসিড়িকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

মন্তব্য (০)





image

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প...

image

আসিফ আকবরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সি...

image

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্...

image

কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়...

image

আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেনঃ আসিফ

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বি...

  • company_logo