• উদ্যোক্তা খবর

আমেরিকা প্রবাসীর রমজান মাসের খাদ্য সহায়তা পেল অর্ধশতাধীক মানুষ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের দুস্ত ও হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী নাইম এস আহমেদ। তিনি ওই গ্রামের অর্ধশতাধীক অসহায় মানুষের মাঝে ইফতার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

রোববার (২ মার্চ) সকালে উপজেলার ভাদার্ত্তী গ্রামের প্রবাসী নাইম এস আহমেদের গ্রামের বাড়ী থেকে অর্ধশতাধীক হত দরিদ্রদের নিজ হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে নেন। এ সময় প্রত্যেককে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাউল, এক লিটার তেল, এক কেজি ছোলা (বুট), এক কেজি চিনি ও পাঁচ কেজি আলু।

জানা গেছে, আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ গ্রামের অসুস্থদের চিকিৎসা সহায়তা, দরিদ্রদের আর্থিক সহায়তা এবং মেধাবী ও গরীব শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্যও সহায়তা করে থাকেন। তিনি ভাদার্ত্তী গ্রামের মৃত গিয়াসউদ্দিন আহমেদ ও মৃত শাহিদা আহমেদ দম্পতির ছেলে।

ভাদার্ত্তী গ্রামের নাদিমুল ইসলাম বলেন, আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ প্রতি বছর রমজানে অসহায়দের মাঝে ইফতার ও ঈদে ঈদ সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে আর্থিক অনুদান ছাড়াও খেলার সরঞ্চাম, চিকিৎসা ও ঘর তৈরি করে দিয়ে থাকেন। এভাবে প্রবাসে থাকা লোকজন প্রতি পরিবারের পাশে দাঁড়ালে অসহাত্ব কমে আসবে বলে তিনি মনে করেন। মুঠোফোনে আমেরিকা প্রবাসী নাইম এস আহমেদ বলেন, আমি দেশে থাকিনা ঠিক, কিন্তু সব সময় আমার গ্রামের মানুষের জন্য মনটা পুড়ে। তাই যেকোন পরিস্থিতিতে আমি দায়িত্ব মনে করেছি তাদের পাশে দাঁড়ানোর। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাদের পাশে থাকতে চাই। ওদের হাসি আমার তৃপ্তি ও কোটি টাকার সম্বল। আমার সাধারণ খেটে খাওয়া মানুষদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। তাদের মুখের হাসি দেখলে আমার পরিশ্রম স্বার্থক হয়। 

মন্তব্য (০)





image

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খামারিদের সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠি...

image

চাটমোহরে আদর্শ কৃষক সংবর্ধনা ও কৃষি স্বাস্থ্য সুরক্ষা বিষ...

পাবনা প্রতিনিধিঃ 'মাটি বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান' এই স্লোগানে প...

image

বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো 'স্বপ্নজয়ের এইতো শুরু' শিরোনামে...

বগুড়া প্রতিনিধিঃ তরুণ প্রজন্মের ক্যারিয়ার সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের লক...

image

কালীগঞ্জে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত হস্তশিল্প, সেলাই ও...

image

কুড়িগ্রামে ২শত হতদরিদ্র পরিবার পেল ৪০০টি ছাগল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও অসহায় পরিবারে আর্থিক ...

  • company_logo