
ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।
বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য মাহবুব কবীর, সদস্য আবুল হোসেন সাজু, কুদ্দুস মজুমদার, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন মীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২...
বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ কর...
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সা...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মি...
মন্তব্য (০)