ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই - এই শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী এক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদ ইশরাক।এছাড়াও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর হারুন অর রশিদ সহ শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল,সাত চাড়া,চকলেট দৌড়,মোরগ লড়াই,বেলুন ফাটানো, বালিশ বদল সহ বিভিন্ন খেলা পরিচালনা করা হয়। উৎসব মুখর পরিবেশে অটিস্টিক শিশুরা দিনভর ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালন করে। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে পঞ্চাশ জন অটিস্টিক শিশুকে জার্সি,পুরস্কার ও দুপূরের খাবার প্রদান করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সারাদেশেই ভোট...
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভো...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (...
ফরিদপুর প্রতিনিধি : বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্র...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ ম...

মন্তব্য (০)