ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দেশের মানুষ রক্তের অক্ষরে লিখে দিয়েছে যে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ চায়, যেখানে ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আর এটা চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আরইবি’র ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া হবে। লিফলেট বিতরণের সময় গ্রাহকদের কাছে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতাও তুলে ধরা হবে।
এছাড়া ১৮ লাখ প্রিপেইড গ্রাহককে নিয়ে অঞ্চলভিত্তিক বৈঠক, জনগণ কেন ‘হ্যাঁ’ ভোট দেবেন সে বিষয়ে প্রত্যন্ত পল্লী অঞ্চলে মাইকিং করা হবে এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেসবুক পেজে বিশেষ প্রচারণা চালানো হবে। পাশাপাশি সারাদেশের আরইবি ভবনগুলোতে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।
এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘জুম’-এর মাধ্যমে মাঠপর্যায়ের ৪১৭ জন জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সভায় যুক্ত ছিলেন।
নিউজ ডেস্কঃ প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপি...
নিউজ ডেস্কঃ আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টা...
নিউজ ডেস্কঃ ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ...
নিউজ ডেস্কঃ বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের ...

মন্তব্য (০)