• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এই সেমিনারটি মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারি।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত রাখা মানে একটি সম্ভাবনাময় প্রজন্মকে পিছিয়ে রাখা। সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে আসার সুযোগ পাচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত হতে সহায়তা করবে।

তাঁরা আরও বলেন, এই উপবৃত্তি কর্মসূচি কেবল আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি প্রতিবন্ধী শিশুদের রাষ্ট্রের দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এর ফলে পরিবারগুলোও উৎসাহিত হয়ে তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে আগ্রহী হবে। একই সঙ্গে উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি, সময়মতো বিতরণ এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারের শেষে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিকে আরও কার্যকর ও টেকসই করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় দুটি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্র...

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্...

image

মাগুরায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমে পার্...

মাগুরা প্রতিনিধি : আসন্ন গণভোট ২০২৬-এ জনগণের সক্রিয় অংশগ্রহণ...

image

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে লড়ছেন ১৭ প্রার্থী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৩ প্রার্...

image

পাবনার ফরিদপুর পৌরসভায় আধুনিক যাত্রী ছাউনি ও শিশু পার্কের...

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যা...

image

নড়াইলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেতার কামনায় দোয়া মাহফিল

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপ...

  • company_logo