• আন্তর্জাতিক

ট্রাম্পের নির্দেশে শিক্ষার্থীসহ এক লাখ বিদেশির ভিসা বাতিল

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের ধস নেমেছে। গত কয়েক মাসে এক লাখের বেশি বিদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কঠোর নিরাপত্তা ও অপরাধ দমনের অজুহাতে নেওয়া এই পদক্ষেপের শিকার হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশাজীবী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাতিল হওয়া ভিসার মধ্যে আট হাজার শিক্ষার্থী এবং আড়াই হাজার দক্ষ কর্মী রয়েছেন।

‎মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার(১২ জানুয়ারি) এক বিবৃতিতে জানায় যে, আইনি প্রক্রিয়া ও জননিরাপত্তা নিশ্চিতেই এই গণহারে ভিসা বাতিল করা হয়েছে। দপ্তরের উপ মুখপাত্র টমি পিগট জানান, ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং চুরির মতো অপরাধে জড়িতদের তালিকাভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় বর্তমান বছরে ভিসা বাতিলের হার প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ট্রাম্পের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।
‎ 
‎তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। অভিযোগ রয়েছে, কোনো আনুষ্ঠানিক মামলা বা আইনি লড়াইয়ের সুযোগ না দিয়েই অনেকের ভিসা কেড়ে নেওয়া হয়েছে। এমনকি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া বা অনলাইনে ভিন্নমত প্রকাশ করার কারণেও অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপন্ন করা হয়েছে। টাফটস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কেবল সম্পাদকীয় লেখার কারণে ভিসা বাতিলের তালিকায় পড়েছেন যা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। 

‎ট্রাম্প প্রশাসন এই বছর ২৫ লাখের বেশি মানুষকে বহিষ্কারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অভিবাসন অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে মিনেসোটায় এক নারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সমালোচকদের মতে অপরাধী দমনের নামে বৈধভাবে অবস্থানরত নিরপরাধ বিদেশিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। কঠোর নিরাপত্তা যাচাইয়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়ে ট্রাম্পের এই জিরো টলারেন্স নীতি বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে।

মন্তব্য (০)





image

নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে বাংলাদেশের পোস্টাল ব্যালট

নিউজ ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্ট...

image

এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ...

image

পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি: ট্রাম্প ‎

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...

image

‎বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান ‎

নিউজ ডেস্কঃ ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার ২৬...

image

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরা...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্র...

  • company_logo