• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : তথ্য সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারের কার্যক্রম মানুষের কাছে এবং জনগণের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উভয়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব ও অপতথ্য প্রতিরোধে কর্মকর্তাদের অনুসন্ধানী এবং পেশাদারিত্বের সমন্বয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।

‎বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তথ্য সচিব আরও বলেন, তথ্য ক্যাডার কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গুরুদায়িত্ব রয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে এ দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ‘তথ্য একাডেমি’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কর্মকর্তাদের আরো দক্ষ হতে হবে, যাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।’

‎জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের  মহাপরিচালক খালেদা বেগম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

‎অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করা হয়।

‎১২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস তথ্য ক্যাডারের ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পিরোজপুর জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী মহাপরিচালক পদক অর্জন করেন (সর্বোচ্চ সম্মাননা), মেধা তালিকায় সিলেট জেলা তথ্য অফিসার রকিবুল হাসান প্রথম, তথ্য অধিদফতরের ঢাকার তথ্য অফিসার মোছা. আফসানা মিমি ও খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন দ্বিতীয় এবং তথ্য অধিদফতরের ঢাকা তথ্য অফিসের তথ্য অফিসার নোবেল দে ও সাইফুদ্দিন আল মাদানী যৌথভাবে ৩য় স্থান অর্জন করেন।

মন্তব্য (০)





image

ছড়াকার সুকুমার বড়ুয়ার প্রয়াণ ‎

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সু...

image

জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট দিতে ১২ লাখ ১৮ হাজার নিবন্ধন ‎

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভো...

image

গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারনা দিতে নগর ও...

নিউজ ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য...

image

‎বাংলাদেশের সংসদ নির্বাচন সুষ্ঠু হবে-আশা চীনের, স্বাগত জা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংল...

image

‎ভালো নির্বাচন উপহার দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার: প্র...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আ...

  • company_logo