• সমগ্র বাংলা

ফরিদপুর সদর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ সদর আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

রবিবার দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্যার নিকট এ মনোনয়ন জমা দেয়।

এরপর গণমাধ্যমের  উদ্যেশ্যে  বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ জানান, দেশে বিগত ৩টি নির্বাচন তামাশার নির্বাচন হয়েছে। তবে এবছর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হবে আশা করছে। ধানের শীষ প্রতীকে বিজয়ের বিষয়ে আমি শতভাগ  আশাবাদী। 

মনোনয়ন পত্র জমা দেবার সময় নায়াব ইউসুফের সাথে ড্যাবের সভাপতি ডা মোস্তাফিজুর রহমান শামীম,  জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইসা,  সদস্য সচিব কিবরিয়া স্বপন,  যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





  • company_logo