• রাজনীতি

‎খালেদা জিয়াকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন স্ট্যাটাস ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এই দীর্ঘ পোস্টে তিনি দাদুর সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি, প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশে ফিরে পরিবার ও দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

‎জাইমা রহমান তাঁর শৈশবের একটি স্মৃতি তুলে ধরে লিখেন, ‘দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো—পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন! আমার বয়স তখন এগারো। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল, আর আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন... আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কী কী করেছি বলছিলাম, আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচণ্ড মনোযোগ দিয়ে আমাকে শুনছেন।’ তিনি আরও বলেন, লাখো মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হলেও নাতনিদের কাছে তিনি ছিলেন কেবলই প্রিয় ‘দাদু’।

‎প্রবাস জীবন ও শিক্ষা নিয়ে জাইমা লিখেন, ‘বাংলাদেশের বাইরে কাটানো সতেরোটা বছর আমার জীবন বদলে দিলেও আমি শিকড় ভুলে যাইনি। লন্ডনের দিনগুলো আমাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, আর আইন পেশা শিখিয়েছে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে।’ তিনি আরও উল্লেখ করেন, তিনি তাঁর দাদাকে (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান) দেখেননি, তবে তাঁর সততা ও দেশপ্রেমের গল্প শুনে বড় হয়েছেন। দাদু ও আব্বু (তারেক রহমান) সেই আদর্শই বয়ে নিয়ে চলছেন বলে তিনি মন্তব্য করেন।

‎জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে জাইমা রহমান জানান, ২৪-এর আন্দোলনের সময় তিনি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। দীর্ঘ সময় পর দেশে ফেরা প্রসঙ্গে জাইমা লিখেন, ‘দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই, আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। নিজের চোখে প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই এবং মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই।’

‎সবশেষে দেশবাসীর প্রত্যাশা ও কৌতূহল নিয়ে জাইমা রহমান বলেন, ‘আমি জানি আমার পরিবারকে ঘিরে জনগণের কৌতূহল ও প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণের দায়ভারও আমাদের ওপর আছে। আমাদের প্রত্যেকের জীবনের নিজস্ব গল্পগুলোকে ধারণ করে আমরা সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি।’ তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: মির্জা ...

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান সময়কে একটি ‘ভয়াবহ ট্রানজিশন ...

image

‎জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

নিউজ ডেস্কঃ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাং...

image

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

নিউজ ডেস্ক : এবার নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দি...

image

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী ২...

image

এটা কেবল একজন নেতার ফেরা নয়, ইতিহাসের যুগসন্ধিক্ষণ: একেএম...

গাজীপুর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়...

  • company_logo