• লিড নিউজ
  • জাতীয়

‎সিইসির বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে অনুষ্ঠিত জেন ভোট ফেস্টিভ্যালে সিইসি’র বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচারের বিষয়টি ইসি’র দৃষ্টিগোচর হয়েছে।

‎এতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। ঘটনার পরপরই ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে নির্বাচন কমিশন জরুরি সভার আয়োজন করে।

‎সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন সিইসি নাসির উদ্দিন।

‎পাশাপাশি, হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সব ধরনের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

‎ইসি আরও জানায়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত এ কথাই তুলে ধরেছেন যে, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার মত কোনো ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

‎কমিশনের মতে, এ ব্যাখ্যামূলক বক্তব্যের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

মন্তব্য (০)





image

সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আস...

image

ধানমণ্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ...

image

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্...

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনী মনো...

image

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দরে জমকালো এয়ার শোতে মানুষের ঢল

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোন...

image

‎স্বাধীনতার পর থেকেই গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজের প্রত্...

নিউজ ডেস্কঃ স্বাধীন হওয়ার পর থেকেই একটা গণতান্ত্রিক, শোষণমুক...

  • company_logo