• লিড নিউজ
  • জাতীয়

‎সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে ইসির পরিপত্র চলতি সপ্তাহে: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে চলতি সপ্তাহে নির্বাচন কমিশন (ইসি) থেকে পরিপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

‎তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ব্যাপারে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে। এটার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে। নির্বাচনে সব ধরনের ফোর্সই কাজ করবে। যে কেন্দ্রে যে ধরনের ফোর্স মোতায়েন করা দরকার, সেটা মোতায়েন করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে, যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। এই সেলের আমাদের একটা ক্যাপাসিটি থাকবে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন হ্যান্ডেল করা। এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হ্যান্ডেলিংয়ের জন্য স্ব স্ব বাহিনী এবং প্রতিষ্ঠান সংস্থা তাদেরও সক্ষমতা আছে, সেগুলো বলবৎ থাকবে।

‎রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০ম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভায় চারজন নির্বাচন কমিশনারসহ ইসির সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎ইসি সানাউল্লাহ বলেন, ‘ব্যালট পেপার মুদ্রণের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যখন থেকে বলা হবে, তখন থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। আগামীকাল থেকে যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এটা শুধু দেশের বাইরে পোস্টাল ব্যালটের অংশটুকু।’

‎তিনি বলেন, ‘ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে। অন্যান্য সময় যেমনটা থাকে।’

‎ইসি সানাউল্লাহ জানান, ‘দুর্গম নির্বাচনি এলাকায় হেলিকপ্টার সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। এখানে নির্বাচনি মালামাল ব্যালট পেপার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহার হবে। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন।’

‎এনআইডি সংশোধনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটা অনেক ক্ষেত্রেই সৎ উদ্দেশ্যে করা হয় না। যেগুলো শুধু ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো আমরা মাঠপর্যায়ে রাখছি। আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ‘ঘ’ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে এবং ডিজি এনআইডিগুলো সম্পাদন করবেন। আর যেগুলো সম্পাদন যোগ্য নয়, তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দেবেন।’

‎রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা সাধারণত জেলা প্রশাসকরা হয়ে থাকেন। এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যথাসময় জানতে পারবেন।’

‎ভোট কেন্দ্রে আগের রাতে ব্যালট পেপার পৌঁছানোর ইসির সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো, যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না হয়।

‎অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে। কোনো অবস্থাতে যেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়।’

মন্তব্য (০)





image

একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিজওয়ানা

নিউজ ডেস্ক : রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব ...

image

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি&md...

image

পদত্যাগের বিষয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন...

image

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস রাষ্ট্রপতি...

নিউজ ডেস্কঃ সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে র...

image

‎আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনও...

নিউজ ডেস্কঃ গণ-অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি...

  • company_logo