ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। জেলায় সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এছাড়া, ২৪ এর ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘উদ্ধার না হওয়া অস্ত্র এবং পলাতক আসামিদের ধরতে কাজ করা হচ্ছে।’ এর আগে, কারাগারের ভেতরের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
প্রসঙ্গত, ২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাংচুরের পর পালিয়ে যায় ভেতরে থাকা ৮২৬ কয়েদির সবাই। লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। এর কিছুদিন পর কারাগারটি সংস্কার করে বন্দি রাখার উপযুক্ত করা হয়। এরপর, কিছুদিন পর কারাগারটি সংস্কার করে বন্দি রাখার উপযুক্ত করা হয়।
নিউজ ডেস্ক : অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন...
নিউজ ডেস্ক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে তার কার্যালয় ...
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আ...
নিউজ ডেস্ক : রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্ব ...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি&md...

মন্তব্য (০)