• লিড নিউজ
  • জাতীয়

‎শুধু গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না: পরিকল্পনা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি যদি জনকল্যাণমুখী না হয়ে শুধু সুযোগ-সুবিধা দেওয়ার মতো হয়ে যায়, তাহলে যুবসমাজ ক্যাডারভিত্তিক জীবিকা অর্জনের পথ হিসেবে রাজনীতিকেই বেছে নেবে।

‎এছাড়া সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী একটি সুবিধাভোগী বলয় তৈরি করে জনকল্যাণমুখী নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করবে। এদিকে আমাদের শিক্ষাব্যবস্থা যুব বেকার তৈরি করছে। এজন্য শুধু রাজনীতি এককভাবে সব কিছু উন্নত করতে পারবে না। আচরণবিধি ও মূল্যবোধ কিভাবে তৈরি হয় তা নিয়েও গবেষণা করতে হবে। বিআইডিএসের বার্ষিক গবেষণা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

‎প্রধান অতিথি হিসেবে গণতন্ত্র ও উন্নয়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে অনুষ্ঠিত দুই দিনের সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ.কে. এনামুল হক।

‎ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী লক্ষ্য ছিল ৩টি বিষয়:

‎১. কার্যকর জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়ন ঘটানো।

‎২. সেই গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে।

‎৩. গুণগত উন্নয়ন, যা ন্যায্য সমাজ, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে।

‎তবে এখন সীমিত প্রত্যাশা হলো কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও কার্যকর গণতন্ত্রকে সীমিত লক্ষ্য হিসেবে দেখা। তবুও নতুন দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের চেষ্টা চলছে।

‎তিনি আরও বলেন, দ্বৈতভাবে গঠিত সরকারের দ্বৈতভাবে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা হওয়ায় আমার গবেষণার সুযোগ সীমিত। তবে এটুকু বলতে পারি, এতদিন থেকে যে বিষয়গুলো দেখেছি তা বদলাতে হবে। কিন্তু কিছু সংস্কার দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। যেমন, ব্যবসায়ী ও আমলাতন্ত্রের মধ্যে যদি অশুভ সম্পর্ক গড়ে ওঠে, তাহলে শুধু প্রশাসনিক সংস্কার দিয়ে কিছু হবে না। কর ফাঁকি রোধে অনলাইনে কর দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। কিন্তু বড় বড় কর ফাঁকি অনলাইন ব্যবস্থার মাধ্যমে হবে না। এজন্য আরও বড় সংস্কার প্রয়োজন।

‎তিনি বলেন, বিধিবিধান বাস্তবসম্মত না হলে আরও বেশি রেন্ট সেকিং বা অবৈধ সুযোগ তৈরি হবে। বাংলাদেশে ঘুষ নেওয়া অপরাধ হলেও দেওয়াটা অপরাধ না হলেও কেউ ঘুস দিয়ে প্রকাশ করে না, কারণ উভয়েরই স্বার্থ জড়িত।

‎অবৈধ সম্পদ উপার্জনের চাহিদা রাজনীতিতে থাকলে শুধু বিধিবিধান দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এক অনিয়ম বন্ধ করলে অন্য উৎস খুঁজে নেওয়া হবে। এজন্য আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ন্যায্য ও বৈষম্যহীন অর্থনীতির বিষয় থাকতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তারিতভাবে থাকতে হবে। পৃথিবীর কোনো দেশ এত গরিব নয় যে সব নাগরিকের চাহিদা মেটাতে পারবে না। তবে এজন্য প্রয়োজন সদিচ্ছা ও অর্থনৈতিক সঠিক কাঠামো।

‎প্রফেসর একেএম এনামুল হক জানান, দুই দিনের গবেষণা সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর মাধ্যমে নানা বিষয় উঠে আসবে। আমাদের যুব বেকার বাড়ছে, দারিদ্র্য বাড়ছে এবং স্বাস্থ্য খাতে নানা সংকট বিরাজমান। এসব বিষয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে।

মন্তব্য (০)





image

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী

নিউজ ডেস্ক : বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পাল...

image

ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি: প্রধান...

নিউজ ডেস্ক : আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের ...

image

মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম

নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেল...

image

চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে...

image

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

নিউজ ডেস্ক : দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার ...

  • company_logo