• সমগ্র বাংলা

জামায়াত কর্মী পরিচয়ে ভাতার কার্ড দেয়ার নামে প্রতারণা, হাতেনাতে আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তির নাম মো. মোকছেদ আলী (৪৭)। তিনি বগুড়া সদর থানাধীন ইসলামপুর হারিগাড়ী-উত্তরপাড়ার বাসিন্দা। এ ঘটনায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীদের পক্ষে মো. মোমিনুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিযুক্ত মোকছেদ আলী ও তার সঙ্গীরা বড় বেলাইল গ্রামের মানুষদের জানায় যে, তারা যদি 'দাঁড়ি পাল্লা' প্রতীকে ভোট দেন, তবে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাতার কার্ড করে দেওয়া হবে। আসামির এই কথায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের কিছু দরিদ্র মানুষ তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোকছেদ আলীর কাছে জমা দেয়।

শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযুক্ত মোকছেদ আলী পুনরায় ওই গ্রামে যান এবং যাদের এনআইডি কার্ড নেওয়া হয়েছিল, তাদের সমাজসেবা অধিদপ্তরে আবেদনের একটি অনলাইন ফরম দেখান। এরপর তিনি কার্ড করে দেওয়ার অনলাইন খরচ বাবদ জনপ্রতি ২৫০ টাকা করে দাবি করেন। বড় বেলাইল হিন্দুপাড়া গ্রামের জনৈক গোপীনাথ, মিলন ও জমনী রানীসহ আরও কয়েকজনের কাছ থেকে তিনি প্রতি কার্ডের জন্য ২৫০ টাকা করে নেওয়া শুরু করলে বিষয়টি গ্রামের মো. মোমিনুল ইসলামসহ স্থানীয় লোকজনের নজরে আসে।

সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মোমিনুল ইসলাম সঙ্গীয় শ্রী বিপ্লব কুমার গুপ্ত ও মিলনের সহায়তায় গোপীনাথের বাড়ির সামনের খোলা স্থানে মোকছেদ আলীকে আটক করেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাতা কার্ড সংক্রান্ত বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এতে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনসহ সাধারণ মানুষজন উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মো. মোমিনুল ইসলাম তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে কিছুক্ষণের মধ্যেই বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিবেশ শান্ত করে অভিযুক্ত মোকছেদ আলীকে হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও মোকছেদ আলী কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদী মো. মোমিনুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, মোকছেদ আলী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ লোকজনকে প্রলোভন ও ভুল বুঝিয়ে কার্ড করে টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুল আলম বলেন, তারা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোকছেদ নিজেকে জামাত কর্মী দাবি করলেও এ বিষয়ে তারা দায়িত্বশীল নেতৃবৃন্দদের মাধ্যমে এখনো নিশ্চিত হতে পারেননি। তবে তিনি দাঁড়িপাল্লার ভোট প্রার্থনা করেই ভাতা কার্ড করে দেয়ার নামে প্রতারণা করছিল বলেই জানা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল দিনাজপুরের পাব...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী প...

image

দিনাজপুরে ট্রাক চাপায় ২ নারী মৃত্যু, আহত আরো ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের চুনিযাপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায়...

image

শ্রীপুরে বিএনপির নেতার নেতৃত্বে বিধবা নারীর জমি জবরদখল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপ...

image

নড়াইলে চিত্রা নদী বাচানোর অঙ্গীকার সহ পরিবেশ সুরক্ষায় বাপ...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলা...

image

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা সড়ক অবরোধ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা...

  • company_logo