• রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন। এতে আর ভেদাভেদ থাকবে না।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইউনুছ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ...

image

শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান

নিউজ ডেস্ক : ধানমন্ডি মায়ের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানম...

image

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে দুই-একটি দল: আমিনুল

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধান...

image

এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সর্বশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খ...

image

‎এভারকেয়ারের পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর...

  • company_logo