• সমগ্র বাংলা

রাণীনগরে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণি ও জুনিয়র পর্যায়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষনার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে উপজেলার লোহাচুড়া গ্রামের সন্তান নওগাঁ সরকারি কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ ও জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রনসিঙ্গার গ্রামের সন্তান রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান।

প্রথম স্থান অর্জন করা দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দু’টি বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম। প্রতিযোগিতায় বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী ছাড়া প্রথম নয়জন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ঘড়ি, ব্যাগ, টেবিল ল্যাম্প, ক্রেস্ট প্রদান করা হয়। অপরদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।  

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই রাণীনগর উপজেলাকে সমৃদ্ধশালী একটি আধুনিক উপজেলা হিসাবে বিনির্মাণ করতে আগামী ও বর্তমান প্রজন্মকে সঠিক ইসলামী জ্ঞানে বড় করার কোন বিকল্প নেই। তার এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণের অভ্যাস গড়ে উঠবে। ফলে শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও মননে আত্ম বিশ্বাসী হবে। শিক্ষার্থীদের এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করে নিজেকে একজন দক্ষ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া সন্তানকে সঠিক পুস্তক পড়ার মাধ্যমে একজন নিরাপদ মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল সচেতন মানুষদের সঠিক তদারকির কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।

মন্তব্য (০)





  • company_logo