• সমগ্র বাংলা

কালীগঞ্জে যুব সমাবেশে উন্নয়ন ভাবনা: ‘যুবকরাই বদলে দেবে আগামীর কালীগঞ্জ’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে “যুবকরাই বদলে দেবে আগামীর কালীগঞ্জ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ হাজারো যুবকের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল প্রায় উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। 

তিনি বলেন, যুবকরা জাতির চালিকাশক্তি। মূল্যবোধ, নৈতিকতা, উন্নয়ন ও পরিবর্তনের ধারা তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

কালীগঞ্জের উন্নয়ন লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মো. আফতাব উদ্দিন, এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. তাজুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন, গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গবেষক ও প্রবন্ধকার আলী আহমাদ মাবরুর, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইয়াছিন আরাফাত, ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ।

অনুষ্ঠানে কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের যুবকরা অংশ নেন। বক্তব্যে বক্তারা আদর্শভিত্তিক সমাজ, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উন্নত কালীগঞ্জ নির্মাণে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (০)





  • company_logo