ফাইল ছবি
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :স্কুল পড়ুয়া দুই ভাই বোনকে একা বাড়িতে পেয়ে প্রথমে ভাইকে এক রুমে তালাবদ্ধ করে রেখে বোনকে জোরপূর্বক ধষণ করেছে এক যুবক। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের একটি গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু। এরা আপন ভাইবোন। তারা উভয়ই ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পাশের মহল্লায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন(২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে। এসময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে ভয়ভীতিও দেখায়। এসময় ওই শিশুর মা বাড়িতে প্রবেশ করছে এ শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ঘন্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে শিশুটির মা।
পরে রাতেই পুলিশ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাটায় পুলিশ এছাড়া গ্রেপ্তারকৃত যুবককে আদালতে প্রেরণ করে।
ভিকটিমের মা বলেন, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মদ্যে এখনো ভীতি ও আতংক কাজ করছে। ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত । তাঁর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আসামকে গ্রেপ্তার করে আদালতে ও ভিকটিমকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে পদত্যা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়ত...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্...
বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন ...

মন্তব্য (০)