• তথ্য ও প্রযুক্তি

অবশেষে ফেসবুকে দেখা যাবে ‘ডিসলাইক’ বাটন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচারকে অবশেষে বাস্তবে রূপ দিল ফেসবুক। বহু বছর ধরে ব্যবহারকারীরা এমন একটি ব্যবস্থা চাচ্ছিলেন যার মাধ্যমে তারা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন।

অবশেষে সেই চাওয়া পূরণ হতে চলেছে। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন ‘ডিসলাইক’ বাটন। যদিও ফিচারটি এখনো সবার মোবাইলে পৌঁছায়নি। তবুও এটি নিয়ে অনলাইনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ মোবাইল অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী নতুন ‘ডিসলাইক’ বাটনটি দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে কোনো মন্তব্যে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানানো সম্ভব। শুরুতে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত “Annoying” নামে বাটন পরীক্ষা করেছিল, তবে কিছু সময়ের মধ্যেই সেটির নাম পরিবর্তন করে আরও বহুল ব্যবহৃত শব্দ ‘Dislike’ ব্যবহার করা হয়।

ফিচারটি এখনো শুধুমাত্র মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ। ওয়েব সংস্করণে এটি দেখা যাচ্ছে না। এছাড়া সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছায়নি। মেটা কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

প্রযুক্তিবিদদের ধারণা ফেসবুক প্রথমে সীমিত পরিসরে ব্যবহারকারীদের ওপর এই ফিচার পরীক্ষা করে তাদের প্রতিক্রিয়া যাচাই করবে, এরপর ধীরে ধীরে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।

কেন যুক্ত হলো ‘ডিসলাইক’ বাটন

দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা প্রতিবাদ, অসন্তোষ বা অসম্মতি প্রকাশের একটি সরাসরি ও সহজ উপায় চেয়ে আসছিলেন। এখন পর্যন্ত প্ল্যাটফর্মে থাকা ‘লাইক’ ও অন্যান্য রিঅ্যাকশনগুলো মূলত ইতিবাচক প্রতিক্রিয়ার প্রতীক ছিল। কিন্তু সব পোস্ট বা মন্তব্যের ক্ষেত্রেই যে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো লাগবে তা নয়। 

তবে এবার ব্যবহারকারীদের বাস্তব অনুভূতি প্রকাশের স্বাধীনতা দিতে চাচ্ছে মেটা। বিশেষজ্ঞদের মতে, ‘ডিসলাইক’ বাটন যুক্ত হওয়ায় ফেসবুকে যোগাযোগের ধরন বদলে যেতে পারে। মন্তব্যে সরাসরি অসন্তুষ্টি বা আপত্তি জানানোর সুযোগ তৈরি হলে প্ল্যাটফর্মের আলোচনা আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত হবে।

 

মন্তব্য (০)





image

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্...

image

যেসব কারণে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে

তথ্য প্রযুক্তি ডেস্ক : নির্দিষ্ট কিছু কারণে ফেসবুকের অ্যাকাউন্ট হঠাৎ বন্...

image

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেইজ বেইট’

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ কি আপনার মনে...

image

‎ইন্টারনেট ট্রাফিক বেড়েছে ১৯ শতাংশ, জনপ্রিয়তায় শীর্ষে গুগল

নিউজ ডেস্কঃ ইন্টারনেট সেবাদাতা ও সুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠ...

image

মোবাইলে লেগে থাকা জীবাণু পরিষ্কার করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আজকাল হাত ধোয়া, শপিং ট্রলিতে স্যানিটাইজার ব...

  • company_logo